Skip to content

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বৃদ্ধা মাকে মারধর ছেলে ও বউমার বিরুদ্ধে অভিযোগ?

1 min read

নিজস্ব সংবাদদাতা : নৃশংস ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে কৌশল্যা ক্যানাল পাড় এলাকায় ।বৃদ্ধা মাকে মারধর করে মুখ ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠল গুণধর ছেলে এবং বৌমার বিরুদ্ধে। বৃদ্ধার অভিযোগ, ছেলে তাঁকে খেতে দেয় না, জামা-কাপড়ও দেয় না, উল্টে তাঁকে নানাভাবে হেনস্থা করে, চলে দেদাতে মারধর। তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী। স্বামীর মৃত্যুর পর ওই বসতবাড়ির মালিক ওই বৃদ্ধা। ওই বাড়িতেই থাকেন ছেলে অমিতাভ ওরফে রাজা ভট্টাচার্য ও তাঁর স্ত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরে বৃদ্ধার উপরে অত্যাচার চলছে। ছেলে-বউমা তাঁকে মারধর করে বাড়ি থেকে দিন কয়েক আগে বার করে দিয়েছেন বৃদ্ধার ব্যাঙ্কের পেনশনের বই, কাগজপত্রও নিয়ে নেওয়া হয়েছে। বৃদ্ধা মণিকা ভট্টাচার্যর অভিযোগ, “আমার থেকে সবসময় টাকা চায়। থাকতে দিচ্ছে না। ঘরের দরজা বন্ধ করে রেখে দিচ্ছে। শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয় না। আমি যাতে ঘর থেকে বেরিয়ে যাই, সে কারণেই এই অত্যাচার ছেলে ও বৌমা করে চলেছে। নিজের বাড়িতেই জায়গা না পেয়ে রাস্তাতেই ঘুরছিলেন ওই বৃদ্ধা! শেষপর্যন্ত এক প্রতিবেশীর বাড়িতে তিনি আশ্রয় পান। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীদের মধ্যেও চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

Latest