অরিন্দম চক্রবর্তী : ১২ই নভেম্বর বৃহস্পতিবার এক ঘরোয়া পূজা পাঠের মাধ্যমে দক্ষিণ-পূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেসের খড়গপুর ডিভিশনের নতুন অফিস উদ্বোধন হলো । আগে অফিসটি ছিল ডিআরএম বিল্ডিং এর নিচে। বন্ধ হয়ে যাওয়া পুরনো সাউথ সাইড হেলথ ইউনিটে আজ এই অফিস স্থানান্তরিত হলো।

খড়্গপুর ডিভিশনের মেন্স কংগ্রেসের বর্তমান সদস্য সাত হাজার। মূলত রেলওয়ে শ্রমিকদের সমস্যা ও তার সমাধান এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায় মেন্স কংগ্রেস কাজ করে। ১২ই নভেম্বর মেন্স কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী ধরে আজকের দিনটিকে উদ্বোধনের দিন হিসেবে ধরা হয়েছিল। মেন্স কংগ্রেসের সর্বভারতীয় শাখার জেনারেল সেক্রেটারি বা মহামন্ত্রী আছেন এস আর মিশ্র।পুজো পাঠ, হোম যজ্ঞ ও নারকেল ফাটিয়ে অফিসের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি কো -অর্ডিনেটর বিপ্লব দাস চৌধুরী, ডিভিশনাল কো-অর্ডিনেটর অজয় নাথ, অ্যাডিশনাল জয়েন্ট সেক্রেটারি পঙ্কজ বেড়া এবং বিভিন্ন শাখার সভাপতি ও সম্পাদক সহ ১২০ জন সদস্য।