Skip to content

আন্তর্জাতিক নার্স দিবস পালিত হলো খড়গপুর মহকুমা হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে!

খড়গপুর বিভু কানুনগো : ১২ই মে সোমবার সারা বিশ্বে পালিত হচ্ছে নার্স দিবস । নার্সদের অবদানকে স্মরণ ও সম্মান জানাতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হলো খড়গপুর মহকুমা হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়। লেডি উইথ দ্য ল্যাম্প নামেও পরিচিত। তিনি যুদ্ধের সময় আহত ব্রিটিশ সৈন্যদের জন্য নার্স হিসাবে কাজ করেছিলেন।খড়গপুর সাউথইস্টার্ন রেলওয়ে স্কাউট গাইড ফেলোশিপের সদস্যারা প্রত্যেক নার্সের হাতে ফুল ও মিষ্টি তুলে দেয়।রেল হাসপাতালে অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে সি এম এস ডাঃ আর কে বেহেরা , ডাঃ এ কে জয়সওয়াল উপস্থিত হয়ে নার্সদের উৎসাহ দেয়।

কেন ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস ? ১৯৫৩ প্রথমবারের মতো মার্কিন স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা নার্স দিবস উদযাপনের প্রস্তাব করেন । অফিসারের নাম ডরোথি সাদারল্যান্ড । এই প্রস্তাব তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডেভিড ডি আইজেনহাওয়ার অনুমোদন করেননি । এরপর ১৯৬৫ সালে বার ICN নার্স দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয় এবং তারপর থেকে প্রতি বছর ১২ই মে নার্স দিবস হিসাবে পালিত হয় । এর পরে, ১৯৭৪ সালের জানুয়ারি মাসে, মার্কিন প্রেসিডেন্ট ডেভিড ডি আইজেনহাওয়ার আনুষ্ঠানিকভাবে এই দিনটি উদযাপনের ঘোষণা দেন। সেই থেকে প্রতি বছর ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।

Latest