Skip to content

নারী দিবসকে সামনে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ আলোচনা সভা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সুশান্ত কুমার চক্রবর্তী ,নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী এবং বিশিষ্ট সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন করেন উপাচার্য অধ্যাপক ড.সুশান্ত কুমার চক্রবর্তী।স্বাগত ভাষণ দেন উইমেন্স স্টাডি সেণ্টারের অধ্যক্ষ অধ্যাপিকা ড. জলি দাস ।তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল নারীদের বিকাশে বিদ্যাসাগর ও রামমোহন ও বেগম রোকেয়া মতো ব্যক্তিদের অবদান।উপাচার্যের প্রাণোজ্জ্বল বক্তব্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করে।নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী এদিনের অনুষ্ঠানে মনোজ্ঞ বক্তব্য রাখেন ।অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। তাঁর বক্তব্যের বিষয় ছিল 'নারীর সংগ্রাম মানবাধিকারের'। চার মহীয়সী নারীর জীবন কাহিনি সামনে রেখে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য উপস্থিত সকলকে মুগ্ধ করে ।

Latest