Skip to content

কলকাতা-দিঘা বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল, চলবে শনি ও রবিবার!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রবিবার ৭ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা। এই উৎসব সারা দেশজুড়ে পালিত হবে। রথযাত্রা নিয়ে শুধু পড়শি রাজ্য ওড়িশাতেই ধুমধাম নয় সাড়ম্বরে রথোৎসব পালিত হয় পশ্চিমবঙ্গেও। মহিষাদল রাজবাড়ির রথ ,মাহেশের রথ সকলের জানা। আর এই ছুটিতেও ভ্রমণ পিপাসু মানুষ চলে যায় বেড়াতে। আর এই এক দুদিনের ছুটির জন্য সবার পছন্দের জায়গা দিঘা।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০৩১৬১ কলকাতা–দিঘা স্পেশাল ট্রেন চলবে রবিবার রথযাত্রার দিন থেকেই।এই প্রথম কলকাতা স্টেশন থেকে দিঘা পর্যন্ত কোনও ট্রেন চালু হচ্ছে। বিশেষ ট্রেনটিতে থাকছে তিন হাজার বার্থ এবং ১০ হাজার আসন। ট্রেনে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি ও জেনারেল কামরা থাকছে। কলকাতা স্টেশন থেকে প্রতি শনি-রবি ট্রেন ছাড়বে দুপুর ২টোয়। দিঘা পৌঁছবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। ফেরার ট্রেন দিঘা থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। তা রাত ১১টা ৫৫ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছবে। শনিবার এবং রবিবার কলকাতা স্টেশন থেকে এই ট্রেন চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। ট্রেনটি আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘রবিবার থেকে এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। আপাতত ২৮ জুলাই পর্যন্ত এই ট্রেনের পরিষেবা পাওয়া যাবে।’’ উল্লেখ্য, এ বছর গরমের ছুটি থেকে ভিড় বেড়েছে দিঘায়।ট্রেনে দিঘা যাতায়াতে প্রায়ই দুর্ভোগে পড়তেন পর্যটক থেকে নিত্যযাত্রীরা। বিশেষ ট্রেন চালু হলে যাত্রীরা পাবে বাড়তি সুবিধা।

Latest