পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে মেদিনীপুর বিদ্যাসাগর হল ময়দানে অনুষ্ঠিত হলো দ্বিতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা।এই মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মেদিনীপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল।এই প্রতিযোগিতার সঙ্গীত, আবৃত্তি, অংকন এবং নৃত্য বিভাগে সাফল্য লাভ করেছে টেকনো ইন্ডিয়া স্কুল। সমবেত সংগীতে বিভাগ ক এবং খ-তে প্রথম এবং সমবেত আবৃত্তির বিভাগ ক-তে প্রথম স্থান অর্জন করেছে টেকনো ইন্ডিয়া স্কুলের শিক্ষার্থীরা। এছাড়াও একক প্রতিযোগিতায় বর্ণিতা অধিকারী নৃত্যে প্রথম স্থান রিধিমা পাল এবং বহ্নিরূপা সাহা আবৃত্তিতে প্রথম স্থান লাভ করেছে। অঙ্কনে তৃতীয় স্থান অর্জন করেছে সম্পুর্না রায়।বিভিন্ন বিভাগে বিদ্যালয়ের ছেলেমেয়েরা সাফল্য অর্জন করায় বিদ্যালয়ের প্রিন্সিপাল ডঃ মৌপিয়া উইলিয়াম ভীষণ আনন্দিত এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারাও গর্বিত। অধক্ষ্যা জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা আগামীকাদিনে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে তাঁদের শিক্ষার্থীদের আরো বেশি সাফল্যের বিষয়ে তাঁরা আশাবাদী।
