পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকের চাকরি গেল রাজ্যের ২৫ হাজার ৭৫২ জনের ! যার মধ্যে মেদিনীপুর টাউন স্কুলের দুই শিক্ষকের চাকরি গেল সুপ্রিম কোর্টের এই রায়ে। যার মধ্যে এই জেলাতে ও রয়েছেন অনেক শিক্ষক। মেদিনীপুর টাউন স্কুলের দুই শিক্ষকের চাকরি গেল সুপ্রিম কোর্টের এই রায়ে। রায় জানার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন চাকরি বাতিল হওয়া স্কুলের শিক্ষকেরা। এক জন বাংলার ও অন্য জন অর্থনীতির। তাদের বক্তব্য, যোগ্য হয়েও চাকরি হারালাম। সুপ্রিম কোর্টের মানবিক ভাবে ভেবে দেখা উচিত ছিল। বাড়িতে মা, বাবা, স্ত্রী, সন্তান রয়েছে। কিভাবে সংসার প্রতিপালন করবেন তা নিয়ে চিন্তিত চাকরি বাতিল হওয়া শিক্ষকেরা। তবে মধ্যশিক্ষা পর্ষদের উপর এখনো আস্থা রেখেছেন চাকরি বাতিল হওয়া শিক্ষকেরা। অন্যদিকে চাকরি বাতিল হওয়ার ফলে স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যাওয়ায় সমস্যায় পড়তে হবে পড়ুয়াদের এমনটাই দাবি মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক জহরলাল পড়িয়ার। প্রসঙ্গত, এই স্কুলে বর্তমানে রয়েছেন ৩৭ জন শিক্ষক। এবং ছাত্র সংখ্যা প্রায় এক হাজার। এই স্কুলের ইকোনোমিক্স ও বাংলা বিভাগের দুই শিক্ষকের চাকরিজায় সেই বিভাগের ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা সৃষ্টি হবে।
