নিজস্ব সংবাদদাতা : প্রায় তিনঘণ্টা পর শেষ হল চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক। উপস্থিত ছিলেন এসএসসি-র চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আইন শাখার আধিকারিকেরা। চাকরিহারাদের ১২ জনের প্রতিনিধিদল এদিন উপস্থিত ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারাদের একজন প্রতিনিধি জানান, এসএসসি আশ্বাস দিয়েছে ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে। এর জন্য নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। বেতন দেওয়া হবে কি না সেই বিষয়েও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তাঁরা।