নিজস্ব সংবাদদাতা : বর্ষা নেমেই গিয়েছে। জুন মাসে ভয়াবহ বন্যায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা এবং ঘাটালের রাস্তাঘাট এবং কৃষিজমি ডুবে যায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কংসাবতী নদীর জলের স্তর আবারও বৃদ্ধি পেয়েছে।বৃহস্পতিবার সকালে রাজ্যের সেচমন্ত্রী ডঃ মানস ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলী কাদরি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কংসাবতীর অনিকেত বাঁধ পরিদর্শন করেন।মেদিনীপুর শহরের পাশে মোহনপুরের কাছে কংসাবতী নদীর উপরে এই অ্যানিকেত বাঁধ তৈরি হয়েছিল ১৪৫ বছর আগে। জলপথে ব্যবসা, সেচ ব্যবস্থার উন্নতি ছাড়াও পানীয়-নিত্য প্রয়োজনীয় জলের যোগান এবং বন্যা প্রতিরোধের কথা ভেবেই ইংরেজরা এই বাঁধ তৈরি করেছিল। সেচমন্ত্রী ডঃ মানস ভূঁইয়া বলেন পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন,বন্যার্তদের জন্য ত্রাণ শিবির ও পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা।