Skip to content

বুকে জমা জল নিয়ে ঘুরছেন অসহায় বৃদ্ধ রোগী ঘটনা সাগর দত্ত মেডিক্যাল কলেজে!

নিজস্ব সংবাদদাতা : সাগর দত্ত মেডিক্যাল কলেজে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মূলত,স্বাস্থ্য কর্মীদের মারধর ও হেনস্থার প্রতিবাদে এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে এই সবের মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিবারের লোকজনদের। অসুস্থ বৃদ্ধ বলেন, “ডাকল অথচ কিছু করল না।” পরিবারের তরফে রোগীর ছেলে বলেন, “সাগর দত্তে রেফার করা হয়েছিল। এমার্জেন্সিতে গেলাম। বলল হবে না। এখন মেডিক্যাল কলেজে নিয়ে যাব। বলল ডাক্তার নেই। খুব সমস্যায় পড়েছি। একবার এখান থেকে ওইখানে যাচ্ছি। একবার ওইখান থেকে এখানে।” অপরদিকে, "জুনিয়র চিকিৎসকরা জানান ICU-তে বেড খালি নেই। তারই সাথে দায় ঠেলে হাসপাতালের পরিকাঠামোকে দুষছেন জুনিয়র ডাক্তাররা। এক চিকিৎসকের বক্তব্য, “আমরা ডাক্তার। আমাদের নৈতিক কর্তব্য রয়েছে এটা ঠিক কথা। কিন্তু এই দায়িত্ব যত না আমাদের রয়েছে, তার থেকে বেশি সরকারের রয়েছে। তাই এই জিনিস দেখা দরকার। সরকার বিভিন্ন জনের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করছে। কখনও ডাক্তার, কখনও নার্স, কখনও আমলা, এই ভাবে সাধারণ মানুষকে দাঁড় করানো হচ্ছে। এইভাবে সরকারের নিজস্ব দায়িত্ব বিভিন্ন জনকে শিখন্ডি হিসাবে দাঁড় করিয়ে দিয়ে নিজের দায়িত্ব বাইপাস করে যাচ্ছে। আমাদের নিজেদেরও ভাল লাগছে না এইভাবে বসে থাকতে। পরিকাঠামোগত সমস্যা রয়েছে। তাই এর দায় আমাদের নয়।”

Latest