নিজস্ব সংবাদদাতা : এবার দ্বিতীয় রাউন্ডের জন্য পিএম ইন্টার্নশিপ শুরু করছে কেন্দ্রীয় সরকার। জেনে নিন, কী লাগবে যোগ্যতা। কতদিনের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন ? এবার কাজ শেখার সময়েই শিক্ষানবীশরা পাবেন মাসে ৫ হাজার টাকা। যারা প্রথম রাউন্ডে আবেদন করতে পারেননি তাঁরা এখন অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। ফর্ম পূরণের শেষ তারিখ ১২ মার্চ ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন :
১)এই প্রকল্পে অংশগ্রহণের জন্য, প্রার্থীর পূর্ণকালীন চাকরি বা শিক্ষার সাথে জড়িত থাকলে হবে না।
২) প্রার্থীর বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
৩)অনলাইনে এবং ডিসট্যান্স পদ্ধতিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য যোগ্য হবে।
৪)এছাড়াও, যাদের পারিবারিক আয় বার্ষিক ৮ লক্ষ টাকার বেশি, তাঁরাও যোগ্য নন।
৫)পরিবারের কেউ সরকারি চাকরি করলেও হবে না।
৬)প্রার্থী IIT, IIM, IIIT, IISER, NID, IIIT, NLU এর মতো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সম্পন্ন করলে অংশগ্রহণের যোগ্য নন।
৭) পিএম ইন্টার্নশিপ স্কিমের অনলাইন ফর্ম পূরণ করতে, প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in দেখতে হবে।