Skip to content

পথ দুর্ঘটনায় জখম মেদিনীপুর কলেজের ছাত্র শুভজিৎ দোলই, আজ সকালেই শেষ নিঃশেষ ত্যাগ করলো !

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর আজ সকালেই শেষ নিঃশেষ ত্যাগ করলো মেদিনীপুর কলেজের ছাত্র শুভজিৎ দোলই।সোমবার সাত সকালে সব লড়াই থেমে গেল কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজের আইসিসিইউ-তে।কলেজের একটি সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ আইসিসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কেশপুর এলাকার বাসিন্দা তথা কলেজের প্রথম বর্ষের ছাত্র শুভজিৎ দোলই। মেদিনীপুর কলেজের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ দেখে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শিক্ষাকর্মীরা! মেসেজের পরবর্তী লাইনগুলিতে লেখা আছে - "আমাদের বন্ধু, সাথী, সহপাঠী শুভজিৎ দোলই দীর্ঘ ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর, আজ সকালেই পাড়ি দিয়েছে না ফেরার দেশে"!প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের শালবনীর চ্যাংশোলে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বছর ১৮-র শুভজিৎ। কলেজের সূত্রে দাবি করা হয়েছে, আজ ২৬শে ফেব্রুয়ারী সোমবার বিকেলেই শুভজিতের মস্তিষ্কের অস্ত্রপচার হওয়ার কথা ছিল।

গত সোমবার ১৯ই ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর চ্যাংশোলে ভয়াবহ পথ-দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল মেদিনীপুর কলেজের নিউট্রিশন অনার্সের প্রথম বর্ষের দুই ছাত্র শুভজিৎ দোলই এবং জিতেন্দ্রনাথ পাত্র। আশঙ্কাজনক অবস্থায় শুভজিৎ-কে ওইদিনই মেডিক্যাল কলেজের ICU-তে ভর্তি করা হয়েছিল। তারপর থেকেই তার শারীরিক অবস্থা ক্রমেই সংকটজনক হয়েছে! মেদিনীপুর মেডিক্যাল কলেজের তরফে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তাই, গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বন্ধুদের পরিবার দাবি, শুভজিৎ-কে মেদিনীপুর থেকে কলকাতার নিউরো হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে দ্রুত। সেক্ষেত্রে ছাত্রের চিকিৎসার জন্য যা খরচ হবে, তা কলেজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে দাবি মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীদের। এই দাবিতেই শুক্রবার দুপুর থেকে মেদিনীপুর কলেজ চত্বর নজিরবিহীন বিক্ষোভ হয়ে ওঠে।তারপর তাকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ আইসিসিইউতে ভর্তি করা হয়।সোমবার সাত সকালেই সকলের সেই চেষ্টা ব্যর্থ হলো।

Latest