নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সল্টলেক স্টেডিয়াম চত্বরের সেমিনার হলে ছিল বঙ্গ বিজেপির এক বিশেষ সাংগঠনিক কর্মশালা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কর্মশালাটিতে উপস্থিত ছিলেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য। আর রাজ্য নেতৃত্বের মধ্যে ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ ছিলেন অন্যান্য পাঁচ সাধারণ সম্পাদকও। কিন্তু অনুপস্থিত ছিলেন একজনই, আর কেউ নন তিনি হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য,এর আগে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাংগঠনিক বৈঠক করেছিলেন সুনীল বনসল,অনুপস্থিত ছিলেন শুভেন্দু। মঙ্গলবারের বৈঠকে একই ব্যাপার ঘটে। বৈঠক শেষে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন আসে কেন বিরোধী দলনেতা উপস্থিত নয়? সুকান্ত মজুমদার বলেন, ‘‘এর পরে আমরা শুভেন্দু-দার সঙ্গে আলাদা করে আলোচনা করে নেব।’’ কিন্তু বিরোধী দলনেতা হিসেবে নিজে কেন বৈঠকে থাকবেন না? আলাদা আলোচনাই বা কেন হবে? এর উত্তরে সভাপতি সুকান্ত বলেন, ‘‘শুভেন্দুদা তো সাংগঠনিক বৈঠকে থাকেন না। উনি কমফর্ট ফিল করেন না। আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে, সেগুলো অনেক লম্বা সময় ধরে চলে তো! উনি অত ক্ষণ সময় দিতে পারেন না।’’ তারই সাথে বলেন, ‘‘শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা। তাঁর অনেক কর্মসূচি থাকে। এত সময় পাবেন কী করে?’’ শুভেন্দু সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতির এই এখনও কমফর্ট না পাওয়া! এই বক্তব্য কিন্তু বিজেপির সাংগঠনিক গতিবিধিতে শুভেন্দুর স্বাচ্ছন্দ্য নিয়ে আলোচনা শুরু হয়ে যায় রাজ্য বিজেপির অন্দরে। যদিও তিনি শুভেন্দুর প্রশংসা করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা কথাটিও বলেন। অন্যদিকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা দফায় দফায় কলকাতা আসলেও ‘সদস্যতা’ থেকে সাংগঠনিক নির্বাচন সব কিছুর খোঁজ খবর রাখলেও একের পর এক সাংগঠনিক কর্মশালায় গরহাজির থাকছেন বঙ্গ রাজনীতির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।