Skip to content

২১ জানুয়ারী কলকাতায় মহামিছিলের প্রস্তুতিতে পাঁশকুড়ায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কর্মীসভা!

পূর্ব মেদিনীপুর,নিজস্ব সংবাদাতা: অভয়ার ন্যায় বিচারের দাবিতে,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি,বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে,জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল, কৃষকের ফসলের ন্যায্যমূল্য, শ্রমিকদের ন্যায্য মজুরী, সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগের দাবীতে ২১ জানুয়ারী কলকাতায় মহামিছিলের প্রস্তুতিতে এস ইউ সি আই (সি)পাঁশকুড়া ব্লক কমিটির উদ্যোগে আজ পাঁশকুড়ার নজরুল ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি) দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমল সাঁই। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক ও জেলা কমিটির সদস্য সুনীল জানা, আব্দুল মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ।

Latest