পূর্ব মেদিনীপুর,নারায়ন চন্দ্র নায়ক : কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরে গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। অত্যন্ত উদ্বেগজনক এই ঘটনা রাজ্যের নারী নিরাপত্তাহীনতার কঙ্কালসার চেহারাকে আরো একবার উন্মোচিত করেছে। আর জি কর মেডিকেল কলেজে ডাক্তার ছাত্রী 'অভয়া'র ধর্ষণ এবং খুনের ঘটনার দশ মাসের মধ্যে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনা আবারো প্রমাণ করলো আমাদের রাজ্যের শিক্ষাঙ্গনের অভ্যন্তরেও ছাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত নয়। প্রথমে ইউনিয়ন রুমে ছাত্রীর শ্লীলতাহানি ও পরে পাশের গার্ডরুমে তার উপর পাশবিক নির্যাতন ও গণধর্ষণ আরো প্রমাণ করলো কলেজে-কলেজে শাসক দল ঘনিষ্ঠ থ্রেট কালচার কি ভয়াবহ আকার ধারণ করেছে। এই নৃশংস বীভৎস ঘটনার প্রতিবাদে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মেচেদা লোকাল কমিটির উদ্যোগে মেচেদায় প্রচার বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। নেতৃত্ব দেন লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস,উত্তম পাড়ই,স্বপন জানা প্রমূখ। নেতৃবৃন্দ বলেন,"আমরা বারবার বলেছি কলেজে কলেজে যে থ্রেট কালচার, অগণতান্ত্রিক পরিবেশ, সিন্ডিকেট রাজ, দুর্নীতি চক্র গড়ে উঠেছে,একে ভাঙতে না পারলে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ থাকবে না,আর জি কর, কসবার মত ঘটনা ঘটতেই থাকবে। আমরা এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের নিস্পৃহ মনোভাবকে তীব্র নিন্দা জানাচ্ছি। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্যের ছাত্র-ছাত্রী সহ সমস্ত অংশের জনসাধারণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। অবিলম্বে ক্যালকাটা ল কলেজ সহ সমস্ত কলেজের নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে মেচেদায় এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের প্রচার বিক্ষোভ!
