পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আর জি করে অভয়ার মৃত্যুর ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালানো সহ SUCI ছাত্রছাত্রীদের আন্দোলনে পুলিশের অত্যাচার, এক ধাক্কায় সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, কোতোয়ালি থানায় আন্দোলনকারী গবেষক ছাত্রীদের উপর পুলিশী নির্মম অত্যাচারের বিচার,শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বন্ধ সহ কৃষকের ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত,জেলার বন্যা প্রতিরোধ ও জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধান,আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু,প্রিপেড স্মার্ট মিটার বসানো বন্ধ,রাজস্ববৃদ্ধির অজুহাতে কোথাও নুতন করে মদের দোকান চালু না করা প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে আইন অমান্য কর্মসুচি পালন করলো SUCI। আইন অমান্য কর্মসূচির আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় মেদিনীপুর শহর জুড়ে। আইন অমান্য ও ডেপুটেশনের মধ্যেই মেদিনীপুর কালেক্টরেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় SUCI কর্মী সমর্থকরা। এবং জেলাশাসককে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।