Skip to content

আচমকা প্যালেস্টাইন-প্রেমে বিশ্ব, ‘গণহত্যা’র দায়ে একঘরে ইজরায়েল? না নেপথ্যে লুকিয়ে অন্য অঙ্ক?

1 min read

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ার উত্তাল পরিস্থিতিতে নতুন মোড়। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পথে এবার একে একে হাঁটছে পশ্চিমি দুনিয়া। সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, কানাডার মতো প্রভাবশালী দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়াও। এই সিদ্ধান্তেই কাঁপছে তেল আবিব। আন্তর্জাতিক মহলে আরও কোণঠাসা হয়ে পড়ছে ইজ়রায়েল। গাজায় হামাস দমন অভিযানের নামে লাগাতার বোমাবর্ষণ, শিশু–নারী সহ হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু, হাসপাতাল ও শরণার্থী শিবিরে একের পর এক বিস্ফোরণ—সবকিছু মিলিয়ে ইজরায়েলের বিরুদ্ধে ক্রমশই জোরদার হচ্ছে ‘গণহত্যা’র অভিযোগ। বহু মানবাধিকার সংস্থা ইতিমধ্যেই গাজ়ায় ইজরায়েলের যুদ্ধনীতিকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে। সেই কারণেই কি হঠাৎ এককাট্টা হয়ে প্যালেস্টাইনের পাশে দাঁড়াচ্ছে পশ্চিমি বিশ্ব?—প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তবে কেবল মানবিক কারণেই কি এই বদল? কূটনৈতিক মহলের একাংশের মতে, নেপথ্যে রয়েছে অন্য অঙ্কও। পশ্চিম এশিয়ায় আমেরিকার দীর্ঘদিনের দাপট ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে। চিন, রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্র আগেই প্যালেস্টাইনের সমর্থনে সুর চড়িয়েছে। ফলে ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষায় ইউরোপ-আমেরিকার দেশগুলিও এবার বাধ্য হচ্ছে প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে।ইজ়রায়েলের উদ্বেগ আরও বেড়েছে এই কারণে যে, এতদিন যাদের ‘বন্ধু’ বলে মনে করত, সেই পশ্চিমি রাষ্ট্রগুলোই এখন মুখ ঘুরিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার মামলা ঝুলছে মাথার ওপর। কূটনৈতিক চাপে ক্রমশ দিশেহারা নীতি নেতানিয়াহুর সরকার। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই স্বীকৃতির হিড়িক যদি আরও জোরদার হয়, তাহলে পশ্চিম এশিয়ার মানচিত্রে ইজরায়েলের আধিপত্যে বড় ধাক্কা লাগতে বাধ্য। একই সঙ্গে, দীর্ঘ লড়াইয়ের পর প্যালেস্টাইন রাষ্ট্র হওয়ার স্বপ্নে নতুন আলো দেখতে পাচ্ছে। পাঠকের প্রশ্ন, বিশ্ব কি সত্যিই প্যালেস্টাইনের পাশে দাঁড়াচ্ছে মানবিকতার খাতিরে, নাকি এর আড়ালে চলছে বড় রাজনৈতিক খেলা?

Latest