Skip to content

মন্ত্রী সুজিত বসুর অফিসে সকাল সকাল ED হানা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : সাতসকালে খাস কলকাতায় চিরুনি তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। শহরের জায়গায় জায়গায় তল্লাশি চলছে। সূত্রের খবর, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, এর আগেও এই মামলায় মন্ত্রীকে তলব করেছিল ইডি। ইডি হানা নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে। সবমিলিয়ে পুরনিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে শহরের মোট ১০ জায়গায় তল্লাশি চলছে। শুক্রবার ভোরে নাগেরবাজারে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তদন্তকারীদের। মূল দরজায় ধাক্কা দিলেও, কোনও সাড়া না মেলায় বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। পরে দরজা খুললে কেন্দ্রীয় বাহিনী সহ ইডি আধিকারিকরা বাড়ির ভিতর প্রবেশ করেন। গত বছর এই মামলায় প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে জানানো হয়, অয়ন ও তাঁর দুই এজেন্টের মাধ্যমে ১৬টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছিল। চাকরি পেতে প্রার্থীদের কাছ থেকে গড়ে ৫০ হাজার টাকা করে কমিশন নেওয়া হত।

Latest