নিজস্ব প্রতিবেদন : রবিবার সন্ধ্যায় বাঁকড়া, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টিতে রাস্তাঘাট কার্যত সাদা বরফের মত শিলায় ঢেকে গিয়েছে। গত দু'দিন ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি হল রবিবার সন্ধ্যায় ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, দাসপুর, ঘাটাল,খড়্গপুর-সহ মেদিনীপুর শহরে বৃষ্টি হল ৷ ঘণ্টাখানেকের এই শিলাবৃষ্টি দেখে শহরবাসী আশা, এবার তাবপ্রবাহ থেকে আগামী কয়েকদিন খানিকটা হলেও রেহাই পাওয়া যাবে ৷ বৃষ্টির প্রভাব বাড়লে টানা শিলাবৃষ্টি শুরু হয় ৷ পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বলে খবর ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে বাঁকুড়ায় ৷ শিলাবৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে, চারিদিক সাদা বরফের আস্তরণ পড়ে যায়।
শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলে। রবিবারও সকাল থেকে তীব্র গরমে নাজেহাল হচ্ছিলেন বাঁকুড়াবাসী। সেই আবহেই বিকেলের দিকে জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে কিছুটা হলেও কমল গরম। বাঁকুড়া শহর এবং আশপাশের এলাকায় বিষ্ণুপুর, জয়পুর ও কোতুলপুর ব্লকে ঝড়ের পাশাপাশি ঝেঁপে বৃষ্টি নামে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও শুরু হয়। হালকা শিলাবৃষ্টি হয়েছে জয়পুর এবং বিষ্ণুপুরে। তবে কোতুলপুরে শিলাবৃষ্টির মাত্রা ছিল চোখে পড়ার মতো। সেখানে মাত্র মিনিট কয়েকের শিলাবৃষ্টিতেই সাদা বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে এলাকার রাস্তাঘাট।