পূর্ব মেদিনীপুর জয়দেব বেরা : রবিবার সন্ধ্যার সময় আচমকা ঝড়,শিলাবৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক এলাকায় বোরো ধান,ফুল,সব্জি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। অবিলম্বে সমস্ত ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালো-কৃষকদের সংগঠন কৃষক সংগ্রাম পরিষদ।পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, হঠাৎ করে গতকাল সন্ধ্যের সময় ঝড় ও শিলাবৃষ্টির কারণে কোলাঘাট-পাঁশকুড়া এলাকার বোরো ধান, ফুল ও সব্জি চাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। পাঁশকুড়া ব্লকের মাইসোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতির পরিমাণ বেশি। এক একটি শিলার ওজন ছিল ৩০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। কয়েকটি অ্যাজবেসটসের বাড়ির চালও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুলবাগানগুলিতে ফুলের কুড়ি ভেঙে গিয়েছে। পটল, টমাটো,উচ্ছে সহ সবজি বাগানগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সমস্ত ধানগাছগুলিতে ধানের শিষে থোড় এসে গিয়েছে, তাও নষ্ট হয়েছে।আমরা অবিলম্বে ওই ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য কৃষি দপ্তরের নিকট দাবী জানাচ্ছি।