Skip to content

শহীদ ক্ষুদিরাম ইয়ং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শিশুদের বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচি!

নিজস্ব প্রতিবেদন :  রবিবার ২রা মার্চ ঘাটাল ইয়ং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শিবরাত্রি মেলা , বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শিশুদের বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচি হয়। এলাকার দুস্থদের ও শিশুদের বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা করা হল এই শিবিরে। পাশাপাশি ওই শিবির থেকেই সমস্ত রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এদিন। এদিন ২৭০ জনেরও বেশি রোগীরা এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে। এদিন স্বাস্ব্যপরিক্ষার পাশাপাশি শিবির থেকে বিনামূল্য অষুধ পেয়ে সমস্ত রোগীরাই খুশি হয়েছেন । কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: শোভন কুমার দাস ,ডা: শিশির দাস, ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখা শুভদীপ সিংহ রায় l স্থানীয় বাসিন্দারা বলেন, দিন আনা দিন খাওয়া মানুষজন আমরা। স্বাস্থ্য পরীক্ষা করব সেই টাকা কই। আর যদিও বা অসুখ-বিসুখ হলে হাসপাতালে যাই, ডাক্তাররা যেসব ওষুধ লিখে দেন সব কেনার সামর্থই বা কোথায়। তাই রোগ ব্যাধি হলেও সেসব এমনই সেরে যায়।

Latest