নিজস্ব সংবাদদাতা : রবিবার রাতে দুই শহরে ঘটে গেল দু’টি চাঞ্চল্যকর ঘটনা! জেলা শহর মেদিনীপুরে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, খড়্গপুর শহরের উপকন্ঠে ৬নং জাতীয় সড়কের পাশে সাহাচকে একটি বেসরকারী হোটেলে অভিযান চালিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করল জেলা পুলিশ! এর মধ্যেই, রবিবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডের কুইকোটা সংলগ্ন আদিবাসী পাড়া এলাকায়, একটি বাইকে করে দুই যুবক এসে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে চলে যায় বলে এলাকাবাসীরা দাবি করেছেন। ঘটনায় কেউ হতাহত না হলেও, আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে! ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে চলে যাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে খড়্গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকার একটি লজে অভিযান চালিয়ে প্রায় ৩২ লক্ষ টাকা পেল পুলিশ। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে জাতীয় সড়কের ধারের হোটেল এবং লজগুলিতে অভিযান করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। সেই অভিযানেই উদ্ধার হয়েছে ওই টাকা। পুলিশ সূত্রে খবর, ওই লজে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল-সহ আরও কয়েক জন নেতা। তাঁদের কাছ থাকা একটি ব্যাগে ওই টাকা উদ্ধার হয়েছে। বিজেপির তরফে দাবি, নির্বাচনে খরচের জন্য ওই টাকা দলের রাজ্য দফতর থেকে এসেছে।