Skip to content

রবিবার বন্যা নিয়ে ঘাটাল এসডিও অফিসে প্রশাসনিক মিটিং করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি!

নিজস্ব প্রতিবেদন : রবিবার বন্যা নিয়ে ঘাটাল এসডিও অফিসে প্রশাসনিক মিটিং করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। জেলাশাসক ঘাটাল ব্লকের মনশুকাতে বন্যা পরিদর্শনে যান।সাথে ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস।এছাড়াও ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারি সভাপতি বিকাশ কর, জেলা পরিষদ সদস্য শংকর দলুই সহ অন্যান্যরা। জেলাশাসক খুরশিদ আলি কাদেরি বলেন, প্রশাসন একশভাগ প্রস্তুত। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।মুখ্যমন্ত্রীও নজর রাখছেন। যদি প্রয়োজন হয়, কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন জেলা শাসক। কন্ট্রোল রুমের ফোন নাম্বার ০৩২২৫ -২৫৫১৪৫

0:00
/0:18

যেহেতু জল এখনও আছে তাই ছোটদের ঘরের মধ্যে রাখার কথা বলেন জেলা শাসক। এই দিন জেলা শাসক ঘাটাল এসডিও অফিসে বন্যা নিয়ে প্রশাসনিক মিটিং করেন। মিটিংয়ে ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস সহ অন্যান্যরা। নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল ব্লকের মনশুকাতে ঝুমি নদীর জল বেড়েছে। ভেসে যায় ওই নদীর উপর বাঁশের সাঁকোগুলি। পাশাপাশি রাস্তাঘাট প্লাবিত হয়।ঝুমি নদীর জল এখন কমতে শুরু করেছে।তবে শিলাবতী নদীর জল ধীরে বাড়ছে।ঘাটাল পৌরসভা এলাকার নিচু এলাকার ওয়ার্ড গুলির শাখা রাস্তাতে জল উঠেছে।পরিস্থিতি এখনই উদ্বেগজনক নয় বলে জানিয়েছে মহকুমা প্রশাসন।

Latest