নিজস্ব সংবাদদাতা : সম্প্রীতির একই ছবি দেখা যায় মালদাতেও। রাম নবমী উদযাপন কমিটির তরফে মালদার ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী পল্লিশ্রী মাঠ থেকে শুরু হয় মিছিল। সেই মিছিল নেতাজি মোড়, পোস্ট অফিস মোড় থেকে গৌড় রোড, ইংরেজবাজার থানার সামনে দিয়ে রামকৃষ্ণ মিশনের সামনে মিছিল শেষ হয়। পোস্ট অফিস মোড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ রামনবমীর মিছিলে অংশগ্রহনকারীদের জল ও মিষ্টি বিতরণ করেন। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে মিষ্টি মুখ করান মুসলমান সম্প্রদায়ের মানুষ। রাম নবমী কমিটির সদস্য নুরুল ইসলাম বলেন, ‘এটা খুব ভালো লাগছে এবং গর্ব বোধ হচ্ছে। আমরা মালদা জেলাতে সম্প্রীতি রক্ষার বার্তাটাই দিতে চাই।’ এদিন ক্লাবের সদস্যরা ঠাণ্ডা পানীয় প্রদান করেন রামনবমীর মিছলে অংশগ্রহনকারী ভক্তদের। এই ক্লাবের অধিকাংশ সদস্যই মুসলিম সম্প্রদায়ের। এক যুবক জানান, “ধর্ম যার যার উৎসব সবার। এই ভাবনা সামন রেখে আমরা সবাইকে রামনবমী শুভেচ্ছা জানাই।”