Skip to content

পথকুকুর সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট!

নিজস্ব সংবাদদাতা : পথকুকুর সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নয়া নির্দেশে জানানো হয়েছে পথকুকুরদের থেকে সুরক্ষিত করতে হবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস ও রেলস্টেশন সহ জনবহুল এলাকাগুলি। কুকুরের কামড়ের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে চিন্তা প্রকাশ করেই এই রায় দিয়েছে বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নিজেদের এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পাবলিক স্পোর্টস কমপ্লেক্স, বাস স্ট্যান্ড, রেল স্টেশন এজাতীয় স্থান থেকে সমস্ত পথকুকুর সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে। এই সমস্ত জায়গাগুলিকে পথকুকুরের প্রবেশ আটকাতে সঠিকভাবে বেড়া দিতে হবে। এছাড়াও, সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, একবার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে নেওয়া প্রাণীগুলিকে একই এলাকায় আবার ছেড়ে দেওয়া উচিত নয়। পাশাপাশি জনবহুল এলাকায় নিয়মিত পরিদর্শন চালাতে হবে বলে জানিয়েছে শীপ্ষ আদালত। যদি বাসস্ট্যান্ড বা রেলস্টেশনের মতো জায়গায় কুকুর দেখা যায়, সেক্ষেত্রে তাদের অবিলম্বে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে।

Latest