Skip to content

সন্দেশখালির প্রসঙ্গে মেজাজ হারালেন শুভেন্দু। ব্যবহার অশালীন শব্দের !

নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালির প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেজাজ হারালেন। অশালীন শব্দ ব্যবহার করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখান থেকে ফেরার পথে তাঁকে উদ্দেশ করে কেউ বা কারা স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, কাছেই তৃণমূলের একটি জনসভা চলছিল। শুভেন্দু গাড়িতে ওঠার সময়ে সেখান থেকেই তাঁকে উদ্দেশ করে সন্দেশখালি প্রসঙ্গে মাইকে মন্তব্য করা হয়। যা শুনে তিনি মেজাজ হারান। অভিষেক যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, শুভেন্দু গাড়িতে উঠছেন। তাঁকে ঘিরে রয়েছেন দেহরক্ষীরা। পুলিশও রয়েছে সেখানে। পিছন দিক থেকে ভেসে আসছে মাইকের স্লোগান। তাতে বলা হচ্ছে, ‘‘সন্দেশখালির অপমান, মহিলাদের অপমান।’’ এই স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু।পাল্টা চিৎকার করেন তিনি। এমনকি অশালীন শব্দ ব্যবহার করতেও শোনা যায়। অভিষেক এই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘‘বিজেপির নারীশক্তি সম্মানের মডেল! নিজের চোখে দেখুন, তার পর বিশ্বাস করুন।’’

Latest