Skip to content

জেলার বিদ্যালয়ে সুইমিং সিলেকশন ট্রায়াল ২০২৫!

নিজস্ব সংবাদদাতা : শহরের বহু স্কুলেই এখন পাঠ্যক্রমের অঙ্গ সাঁতার ও নানা ধরনের খেলাধুলা।জেলার বিদ্যালয় ক্রীড়া সংসদ ও পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সুইমিং ক্লাবের তত্বাবধানে রবিবার ২৭শে জুলাই মেদিনীপুর সুইমিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল জেলা বিদ্যালয় সন্তরণ নির্বাচন ট্রায়াল। এই সিলেকশন ট্রায়ালে 'র মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার সাঁতারু'রা আসন্ন রাজ্য বিদ্যালয় সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্ৰহণ করেছিল।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল তারা হলো বিদ্যাসাগর শিশু নিকেতন,ডি.এ.ভি পাবলিক স্কুল,রয়েল একাডেমী, ডন বসকো, কেন্দ্রীয় বিদ্যালয় ( খড়গপুর), নির্মল হৃদয় আশ্রম, বিদ্যাসাগর বিদ্যাপীঠ ( বালক) ও বিদ্যাসাগর বিদ্যাপীঠ ( বালিকা),অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়, খড়গপুর অতুলমনি পলিটেকনিক বিদ্যালয় ( উঃ মা) , মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সারদা বিদ্যা মন্দির প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ পশ্চিম মেদিনীপুরের সাধারণ সম্পাদক সোমনাথ দাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মেদিনীপুর সুইমিং ক্লাবের সহ সম্পাদক দীপশেখর কর, কোষাধ্যক্ষ ইমরান ইসলাম, কার্যকরী সমিতির সদস্য নন্দন চক্রবর্ত্তী,সেক মহতাব হোসেন,সেক সামিম,নীলয় ভাওয়াল, নিত্যানন্দ বেরা। সন্তরণ প্রশিক্ষক প্রদীপ কুমার বেরা, জয়জিৎ দাস,কাজি মহম্মদ ফারহান কাদের সহ আরও অনেকে।প্রতিযোগী সহ অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এক অভিভাবক বলেন শিশুদের সার্বিক শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় সব স্কুলেই। শরীরচর্চা এর জন্য গুরুত্বপূর্ণ।

Latest