Skip to content

আইসিসি টি২০ বিশ্বকাপ আমেরিকার মাটিতে প্রথমবার আয়োজিত শুরু হলো!

নিজস্ব সংবাদদাতা :  আমেরিকার মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ। সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। এই প্রথমবার ২০টি দল নিয়ে আয়োজিত হচ্ছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ । ফলে উন্মাদনা তুঙ্গে থাকবে, এমনটা ভাবাই খুব স্বাভাবিক। বিশেষ করে, ভারতের মতো ক্রিকেটপাগল এক দেশের ভক্তের কাছে সেটা মনে হতেই পারে। উদ্বোধনী ম্যাচে জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দিনের দ্বিতীয় ম্যাচে জিতল আর এক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। হোম গ্রাউন্ডে ম্যাচ। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। স্থানীয় সময় অনুযায়ী, সকালের ম্যাচ বলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সেসে বাউয়ের (৫০) হাফসেঞ্চুরি এবং কিপলিন ডোরিগার ১৮ বলে ২৭ রানের ক্যামিও। নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান করে পাপুয়া নিউ গিনি।বোর্ডে মাত্র ১৩৭ রানের টার্গেট হলেও প্রবল চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই জনসন চার্লসের উইকেট হারায় ক্যারিবিয়ানরা। কয়েক বলের ব্যবধানে আরও একটি উইকেটের সম্ভাবনা ছিল। পিএনজির মতো দলগুলি ডিআরএস নিয়ে ততটা সচেতন নয়। ডিআরএস নিলে দ্রুতই দ্বিতীয় উইকেট পেত। ফর্মে থাকা নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজকে টানছিলেন। তবে ১৬ ওভারের মধ্যে ৯৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচে টিকে থাকে পাপুয়া নিউ গিনি।

Latest