নিজস্ব সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ফের হতাশ হতে হল বাংলাদেশকে। বিশ্বকাপের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা গুরুত্ব সহকারে গ্রহণ করল না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশ দলকে।
এটি প্রথমবার নয়। এর আগেও একই ধরনের আবেদন করেছিল বিসিবি। সেবারও আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, টুর্নামেন্টের নির্ধারিত সূচি ও আয়োজক দেশের বাইরে গিয়ে ম্যাচ আয়োজনের কোনও প্রশ্নই ওঠে না। দ্বিতীয়বার আবেদন জানিয়েও একই জবাব পেল বাংলাদেশ।
সূত্রের খবর, আইসিসি বাংলাদেশের কাছে পরিষ্কারভাবে জানিয়েছে যে, নিরাপত্তা সংক্রান্ত দিক থেকে ভারতে কোনও সমস্যা নেই। ফলে নিরাপত্তার অজুহাতে ম্যাচ অন্য দেশে সরানোর আবেদন গ্রহণযোগ্য নয়। তবে ভারতের কোনও নির্দিষ্ট ভেন্যু নিয়ে যদি বাংলাদেশের আপত্তি থাকে, সেক্ষেত্রে সেই ভেন্যুর পরিবর্তে অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
কিন্তু একটি বিষয়ে একেবারেই অনড় আইসিসি—বিশ্বকাপের ম্যাচ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশ দলকে। আয়োজক দেশ পরিবর্তনের প্রশ্নে কোনও আপস করতে রাজি নয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।