নিজস্ব সংবাদদাতা : টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো আন্তঃবিদ্যালয় নৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহন কররেছি মেদিনীপুর শহরের ও আশে পাশের এলাকার বিভিন্ন ইংরেজি ও বাংলা মাধ্যম বিদ্যালয় গুলি।যার মধ্যে ছিল মিশন গার্লস হাইস্কুল, ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল, ডন বসকো স্কুল, সেক্রেট হার্ট স্কুল ,টেকনো ইন্ডিয়া স্কুল ইত্যাদি। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে উল্লেখ্য যোগ্য ফলাফল করেছে টেকনো ইন্ডিয়া স্কুল, মিশন গার্লস হাই স্কুল, ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রতিযোগীরা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্ৰখ্যাত তিন নৃত্য শিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়, শতাব্দী চক্রবর্তী ও রাজীব খান। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও টেকনো ইন্ডিয়া স্কুলের চেয়ারম্যান মুকুল রঞ্জন রায়। প্রিন্সিপাল ম্যাডাম মৌপিয়া উইলিয়াম জানান ছেলেমেয়েদের মধ্যে সুস্থ সংস্কৃতি চর্চার প্রসার ও প্রতিভা বিকাশের জন্যই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।