Skip to content

টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ছাত্র-ছাত্রীদের সৃজনশীল ক্ষমতাকে উৎসাহিত করার লক্ষ্যে মেদিনীপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো 'বসে আঁকো প্রতিযোগিতা । সারা মেদিনীপুর এর কমবেশি প্রায় সব স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাক্ প্রাথমিক ও প্রাথমিক (প্রথম ও দ্বিতীয় শ্রেণী ) এই দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। দুটি বিভাগে বিষয় ছিল 'যেমন খুশি আঁক' ও 'একটি গ্রাম্য দৃশ্য'। নিজেদের স্কুলের ছাত্রছাত্রী সহ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে মিশে আনন্দ সহকারে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার। আয়োজক বিদ্যালয়ের প্রিন্সিপাল ড: মৌপিয়া উইলিয়াম জানান, 'ছেলেমেয়েদের আনন্দ আর উৎসাহ দেওয়ার জন্যই এই আয়োজন। ওরা তো শুধু পড়াশোনা নয় ,অন্যান্য পারদর্শী, তাই ওদের সৃজনশীল গুনাবলী বিকাশের জন্যই এই আয়োজন'।

Latest