নিজস্ব সংবাদাতা: তেলঙ্গানা পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চের হাতে গ্রেফতার মাওবাদী সংগঠনের সাউথ সাব জোনাল ব্যুরোর ইনচার্জ পোথুলা কল্পনা ওরফে সুজাতা। বয়স ৬০ বছর। সম্পর্কে তিনি মাও নেতা কিষেনজির স্ত্রী। জানা যায় , পোথুলা কল্পনা ওরফে সুজাতা কিষেনজির সঙ্গে দীর্ঘ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে মেদিনীপুরে এনকাউন্টারে মৃত্যু হয় কিষেনজির। তারপর থেকে আর কোনও খোঁজ ছিল না স্ত্রী সুজাতার। এবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।