Skip to content

তাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ,ট্রাম্পের ঘোষণার পরেও যুদ্ধ থামেনি!

নিজস্ব সংবাদদাতা: চার দিন ধরে সামরিক সংঘাত চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ তাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। রিপোর্ট অনুযায়ী,দুই দেশের এই যুদ্ধে এখনও পর্যন্ত দুই তরফে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনের মধ্যে রয়েছেন তাইল্যান্ডের ১৩ জন এবং কম্বোডিয়ার ৮ জন সাধারণ মানুষ। যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণা করলে রাজি হোন কম্বোডিয়া। তাইল্যান্ড ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়,কম্বোডিয়া তাদের নিরীহ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না-করলে তারা আলোচনার টেবিলে বসবে না। ইতিমধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বাস করা মানুষদের মধ্যে প্রায় দু’লক্ষ মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন। খুব শীঘ্রই যুদ্ধবিরতির পথে হাঁটবে তাইল্যান্ড এবং কম্বোডিয়া। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শনিবার এমনই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যক্ষেত্রে দেখা গেল ট্রাম্পের ঘোষণা কে বুড়ো আঙুল দেখিয়ে। শনিবার থেকেই দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে গোলাবর্ষণ করার অভিযোগ তুলেছে। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ থামার কোনও ইঙ্গিত নেই।

ছবি: সংগৃহীত।

Latest