নিজস্ব সংবাদদাতা : চলতি বছর দেশের বিভিন্ন রাজ্যগুলি কোথাও ভারী বৃষ্টি, কোথাও বন্যা, আবার কোথাওবা ধসের কারণে ক্ষতির মুখে পড়েছে। এবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের তরফে অনুদান ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের বন্যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অগ্রিম হিসাবে ৪৬৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বন্যা বিধ্বস্ত ১৪টি রাজ্যকে অনুদান দেওয়া হচ্ছে -৫৮৫৮.৬০ কোটি টাকার। মহারাষ্ট্র-১,৪৯২ কোটি টাকা, অন্ধ্রপ্রদেশ-১০৩৬ কোটি টাকা, অসম-৭১৬ কোটি টাকা, বিহারকে-৬৫৫.৬০ কোটি টাকা, গুজরাত-৬০০ কোটি টাকা, হিমাচল প্রদেশ-১৮৯.২০ কোটি টাকা, কেরল- ১৪৫.৬০ কোটি টাকা, মণিপুরকে-৬০ কোটি, মিজোরাম- ২১.৬০ কোটি টাকা, নাগাল্যান্ড- ১৯.২০ কোটি টাকা, সিকিম-২৩.৬০ কোটি টাকা, তেলঙ্গানা- ৪১৬.৮০ কোটি টাকা, ত্রিপুরা- ২৫ কোটি টাকা, পশ্চিমবঙ্গ- ৪৬৮ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। তারই সাথে জানানো হয়েছে, রাজ্যে বন্যার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখার জন্য একটি দল রিপোর্ট দেবে আর ওই কেন্দ্রীয় দলের পাঠানো রিপোর্ট দেখে বিবেচনা করা হবে যে, রাজ্যগুলিকে অতিরিক্ত সাহায্য দেওয়া হবে কি না। যদিও দেশের প্রায় অন্যান্য রাজ্য গুলিতে বন্যা পরিস্থিতি দেখার জন্য কেন্দ্রীয় দল পাঠালেও এখনো পশ্চিমবঙ্গ এবং বিহারে সেই টিম আসেননি। বলা হয় শীঘ্রই পরিস্থিতি খতিয়ে দেখার জন্যও দল পাঠানো হবে।