ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশজুড়ে রাষ্ট্রীয় তথা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সিরিজ হামলা চালায় শাসকদল আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাকারী সন্ত্রাসীদের পরিচয় হামলার সময় করা সাংবাদিক ও সাধারণ মানুষের ভিডিও পর্যালোচনা করে চিহ্নিত হচ্ছে৷ হামলাকারীদের একজন বায়েজিদ বোস্তামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ অর্থ সম্পাদক৷ আরেকজন চিহ্নিত সন্ত্রাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শান্ত৷ নারী শিক্ষার্থীদের ওপর হামলারত অবস্থায় চিহ্নিত হওয়া সন্ত্রাসী জাহিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, রুবেল খান কুয়াকাটা ছাত্রলীগের পদপ্রত্যাশী৷ এছাড়াও হামলাকারী মশিউর রহমান মুন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই হলের ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম ইমন৷