Skip to content

বাড়ি বাড়ি জল প্রকল্প চালু হওয়ার আগেই মিটার উধাও!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আমরুট স্কিমে বাড়ি বাড়ি জল প্রকল্প চালু হওয়ার আগেই মিটার উধাও। ঘটনা মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ২৩ নং ওয়ার্ড এর শরৎপল্লী সহ মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকার বিপাকে এলাকাবাসীরা ।এলাকাবাসীদের অভিযোগ, বাড়ি বাড়ি জল প্রকল্পের জন্য বাড়িতে জলের পাইপ লাইন লাগানো হয় মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। বাড়ি বাড়ি লাগানো হয় মিটার।

কিন্তু অধিকাংশ বাড়ি থেকেই প্রায় প্রতিদিন উধাও হয়ে যাচ্ছে মিটার সহ পাইপ লাইনের চাবি। ফলে বিপাকে পড়েছেন শতাধিক পৌরসভায় পর্যাপ্ত নাগরিক। প্রকল্পের কাজ সম্পন্ন হলেও কবে বাস্তবায়িত হবে প্রকল্প, কবে মিলবে প্রকল্পের সুবিধা তা নিয়ে শংসয় দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। এলাকার মানুষের দাবি পুরসভা ও পুলিশ প্রশাসন চুরি বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করুক।যদিও মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান জানান, কলকাতার এক সংস্থা এই প্রকল্পের কাজ করছে, তাদের মিটার লাগাতে বারন করা হয়েছিল। তবে যে সমস্ত বাড়িতে মিটার বা আনুসাঙ্গিক জিনিসপত্র চুরি হয়েছে, সেগুলো পুণরায় লাগানোর ব্যবস্থা করে দেওয়া হবে পৌরসভার তরফে।

Latest