Skip to content

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর-হিমাচলের মাটি!

 নিজস্ব সংবাদদাতা : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। প্রথমে তাইওয়ান, তারপর চিন-জাপান। এশিয়ার একের পর এক দেশ ভূমিকম্পে কেঁপেছে বিগত দুই দিনে। এবার ভারতেও ভূমিকম্প। বৃহস্পতিবার রাতে হিমাচলের চাম্বা জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। হিমাচলের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় হিমাচল প্রদেশে। মূলত চাম্বা জেলায় ভূমিকম্প হলেও, মানালির বাসিন্দারাও সেই কম্পন অনুভব করেছেন। এমনকী, চণ্ডীগঢ় সহ উত্তর ভারতের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। এদিকে, হিমাচলের ভূমিকম্পের কিছুক্ষণ আগে কাশ্মীর উপত্যকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ৭ সেকেন্ডের জন্য এই ভূমিকম্প হয়।মানালিতে বসবাসকারীরাও জানিয়েছেন যে তাঁরা খুব শক্তিশালী কম্পন অনুভব করেছেন। মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন হলেও তার তীব্রতা খুব শক্তিশালী ছিল। আতঙ্কে লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন।

Latest