Skip to content

জায়গা নেই তাই আবাসহীন ১৭ টি পরিবার, কিছুই করার নেই জানালো প্রশাসন!

1 min read

পশ্চিম মেদিনীপুর সুমন পাত্র : কারও ভোটের কার্ড, আধার কার্ড নেই কারও নেই জায়গার কাগজ তাই বাংলার আবাস যোজনায় নামও নেই ৩৫ বছর ধরে এইভাবেই দিন যাপন করে আসছেন ১৭ টি পরিবার। ভোটার নয় তাই ফায়দা নেই উদাসীন শাসক থেকে বিরোধী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শংকর কাটা গ্রাম পঞ্চায়েতের বড় ডাবচা মৌজায় দীর্ঘদিন বাস করছেন ১৭ টি পরিবার। কারও ভোটের কার্ড আছে কারও নেই। কেউ ঠিকঠাক রেশন পান কেউ পান না। জায়গার কাগজ না থাকাই উঠেনি বাংলার আবাস যোজনায় নাম এভাবেই কেটে গেছে জীবনের ৩৫ টা বছর আক্ষেপের সুরে জানালেন বাসিন্দাদের প্রবীণ বৃদ্ধ-বৃদ্ধারা।

তাদের জীবিকা বলতে কেউ প্লাস্টিকের পাইপ থেকে ফুলদানি তৈরি করেন কেউ ফেলে দেওয়া চায়ের কাপ থেকে শোপিস বানিয়ে বাজারে বিক্রি করেন কারোর পেশা শালপাতার ঠোঙ্গা কিংবা পেপার কাগজ কেটে ঠোঙ্গা বানিয়ে দোকানে দিয়ে আসা। এভাবে দিন গুজরান করেন তারা। তাদের বসবাসের আবাসস্থলটি রেল ও বনদপ্তরের মধ্যবর্তী অংশ অবস্থিত হওয়ায় কখনো রেলের তরফে বাড়ি ভেঙে ফেলা হয়, কখনো বনদপ্তর থেকে উড়ে আসে হুমকি বাড়ি ভেঙে ফেলার। বাড়ি বলতে বলা ভালো চারটে খুঁটি দিয়ে উপরে ত্রিপল খাটিয়ে তৈরি করার তাঁবু। তবুও প্রশাসনিক পদাধিকারীরা মাঝে মাঝে ভেঙ্গে দিয়ে যান তাদের বসবাসের আবাসস্থল আবার নতুন করে স্বপ্ন দেখা বাড়ি তৈরি করা এগিয়ে চলা জীবন যুদ্ধে। এভাবে কাটছে জীবনের দিনগুলি। এই শীতের প্রচণ্ড ঠান্ডায় এভাবেই বসবাস করে আসছেন আয়েশা সিং থেকে শুরু করে ফুলমনি মাহাতোরা।

Latest