নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবারের পর আবার শনিবার, ফের রেল দুর্ঘটনা উত্তর প্রদেশে। এবার লাইনচ্যুত মালগাড়ি। উল্টে গেল মালগাড়ির একাধিক বগি। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।শনিবার রেল দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহায়। লখনউ থেকে দিল্লির দিকে যাচ্ছিল মালগাড়িটি। কল্যাণপুরা রেলগেটের কাছে মালগাড়িটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়েই ইতিমধ্যেই একাধিক রেল আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার ফলে দিল্লি-লখনউ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে।অন্ততপক্ষে আটটি কামরা উল্টে যায়। দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। চালক যদিও জানিয়েছেন, সেই সময় বিস্ফোরণের বিকট শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। এরপরই লাইনচ্যুত হয় ট্রেনটি। গোন্ডায় রেল দুর্ঘটনায় নিহতদের দশ লক্ষ টাকা, আহতদের আড়াই লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। এ দুর্ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চালাচ্ছে রেল মন্ত্রক।