Skip to content

গণপতি বসু স্মৃতি সমিতির জীবনকৃতি সম্মান পেলেন নাট্যব্যক্তিত্ব প্রতীক দে!

নিজস্ব সংবাদদাতা: অবিভক্ত মেদিনীপুর জেলার প্রখ্যাত বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব প্রতীক দে-কে গণপতি বসু জন্মশতবর্ষ উদযাপন কমিটি এবং গণপতি বসু স্মৃতি সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁর বাসভবনে গিয়ে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হলো।এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, নাট্যব্যক্তিত্ব দুলাল আঢ্য, সঙ্গীতশিল্পী আলোকবরণ মাইতি, আর সি এফ সি-র সভাপতি চিত্তরঞ্জন মুখার্জী, আয়োজক সংস্থার কার্যকরী সভাপতি কৃষ্ণপ্রসাদ মাইতি, সংস্থার সম্পাদক তারাপদ দে এবং গণপতি বসুর পুত্র চন্দন বসু প্রমুখ। প্রসঙ্গত, গত বছর ২০ আগষ্ট প্রয়াত সমাজসেবী, মেদিনীপুরে সবুজ বিপ্লবের অন্যতম পথিকৃৎ গণপতি বসুর জন্মশতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সংস্থার পক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিদের সংস্থার পক্ষ থেকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়েছিল। প্রতীক দে বার্ধক্য জনিত কারণে এবং অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।তাই এদিন তাঁর বাড়িতে গিয়ে সম্মানিত করা হলো।সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৮৪ বছর বয়স্ক নাট্যব্যক্তিত্ব প্রতীক দে।

Latest