নিজস্ব সংবাদদাতা : প্রথম দুই দফার ভোট বাংলায় মোটের উপর শান্তিতেই মিটেছে। তৃতীয় দফাতেও সেই ছন্দ ধরে রাখতে সবরকম ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন। বাংলার ৪ কেন্দ্র – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের নিরাপত্তায় থাকছে ৩৩৪কোম্পানি বাহিনী।।মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র। লোকসভা ভোটের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিসগড়, গোয়া, গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দাদরা ও নগর হাভেলি এবং জম্মু ও কাশ্মীরের মোট ৯৪ কেন্দ্রে ভোটগ্রহণ।