Skip to content

এবার জমজমাট মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ার!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : উল্লেখ্য মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে সরস্বতী পুজোর উদ্যোক্তা তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রভাবিত বেশ কয়েকটি ক্লাব। প্রতিবছরই ট্রেন্ডিং রাজনৈতিক ইস্যু গুলোকে তুলে ধরে ব্যঙ্গচিত্রে গোটা চত্বর ভরিয়ে তোলেন পুজোর উদ্যোক্তারা।

কলেজ স্কোয়ারর এক ও অন্যতম পুজো হলো অবসর ক্লাবের সরস্বতী পুজো। এই পুজোর ফিতে কেটে উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। এই পুজো কমিটির এবারের বিশেষত্ব হলো ছ ফুটের দীর্ঘ গন্ধ ধূপকাঠি। যে ধুপ জ্বালিয়ে উদ্বোধন করেন মহকুমা শাসক। এই ধূপ জ্বলবে আগামী কয়েক দিন পূজো উপলক্ষে। এদিন দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। প্রায় তিন শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেন এই দিনের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়াও এই পুজো উপলক্ষে রয়েছে অন্নকূটের ব্যবস্থা। কুট কাচালি বিহীন সুন্দর পূজার উপস্থাপনা এই ক্লাবের। এই উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান সৌমেন খান, মহকুমা শাসক মধুমিতা মুখার্জি ছাড়াও উপস্থিত হয়েছিলেন, কাউন্সিলর সৌরভ বসু,এডি বর্মন,ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ব্যঙ্গচিত্র দেখতেই কলেজ স্কোয়ারে ভিড় জমান মেদিনীপুরের মানুষজন। রাজনৈতিক কূটকচালি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। এবারেও ব্যঙ্গচিত্রে স্থান পেয়েছে রাম মন্দির থেকে শুরু করে ১০০ দিনের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, ইন্ডিয়া জোটের মতো বিষয়গুলি। মেদিনীপুরে শহরবাসীও চান, রাজনৈতিক বিরোধিতা থাকলেও সরস্বতী পুজোকে ঘিরে এমন মেলবন্ধনের পরিবেশ যেন বরাবর বজায় থাকে যেন সারাজীবন ।

Latest