Skip to content

ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের মহকুমা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী সংস্কৃতি ও ঐতিহ্য মেলা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায়, ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী ঘাটাল সংস্কৃতি ও ঐতিহ্য মেলা অনুষ্ঠিত হয়।এই মেলায় ঘাটালের বিভিন্ন এলাকার পুরাতন শিল্প ও সংস্কৃতি নিয়ে প্রদর্শনী দেখানো হয়।তার মধ্যে উল্লেখযোগ্য দাসপুরের পটচিত্র, রামজীবনপুরের কাঁসা পিতলের কাজ, দাসপুর-২ এর বিষান শিল্প ( শিঙের কাজ ), ময়না চিত্রকর পটশিল্প, স্থানীয় বিভিন্ন হস্তশিল্প, প্রসেনজিৎ মুলার চিত্র শিল্প, গনেশ বাবুর ভাস্কর্য শিল্প, ক্ষীরপাই এর বহু পুরাতন মিষ্টি বাবরসা, নাড়াজোলের মুগের জিলিপি ইত্যাদি উল্লেখযোগ্য। অনুষ্ঠানের তিনদিন শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা, যোগা প্রতিযোগিতা, হস্তলিখন প্রতিযোগিতা এবং এর সাথে নৃত্য ও গীত পরিবেশিত হয়। ঘাটালের রবীন্দ্রতীর্থ কলাকেন্দ্র, নৃত্যপট প্রভৃতি সংস্থাগুলি এতে অংশগ্রহণ করে। মেলাটির উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটালের সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মিলন জানা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সভাপতি নারায়ন ভাই। বিভিন্ন দিনে বক্তাগণ তাদের বক্তব্য রাখেন, এর মধ্যে উল্লেখযোগ্য - ময়না চিত্রকর ,গোয়ালডাঙার হররূপানন্দ মহারাজ, বিশিষ্ট সাহিত্যিক উমাশঙ্কর নিয়োগী এবং অন্যান্য বক্তাগণ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নির্ভয়পুর গ্রামের বাসিন্দা ছিলেন গৌরী চিত্রকর। তাঁর আঁকা পট ১৯৮৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। গৌরীদেবীর মেয়ে ময়না চিত্রকর পটের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন— কন্যাশ্রী, স্বচ্ছ ভারত অভিযানের বার্তা পৌঁছে দিচ্ছেন গাঁ-গঞ্জে।ময়না বলছিলেন, ‘‘মা-ই আমাদের আদর্শ ছিল। মা-র পথ অনুসরণ করে চলেছি। পরের প্রজন্মকে তৈরি করছি।

Latest