নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে বিজ্ঞান কর্মীদের সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গত ১৬ তারিখ থেকে তিন দিনের বিজ্ঞান অভিযান কর্মসূচি সম্পন্ন করেছে। এই অভিযানে জেলার ৬৫ টি জায়গায় বিজ্ঞান সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চার দশক উদযাপন উপলক্ষে 'বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো' শ্লোগানকে সামনে রেখে জেলার চারটি জায়গা থেকে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জ্ঞানচন্দ্র ঘোষ নামাঙ্কিত চারটি কেন্দ্রীয় বিজ্ঞান অভিযান জাঠা সারা জেলায় বিভিন্ন সাংস্কৃতিক, যুক্তিবাদী অনুষ্ঠান আলোচনা সংগঠিত করতে পেরেছে। সবশেষে মেদিনীপুর শহরে গান্ধী মুর্তির পাদদেশে চারটি কেন্দ্রীয় জাঠা মিলিত হয় বিজ্ঞানকর্মী সমাবেশে। সমাবেশে আলোচনা করতে গিয়ে সংগঠনের কার্যকরি সভাপতি অধ্যাপক প্রদীপ মহাপাত্র বলেন, বিজ্ঞানের সুফলগুলি যেমন সাধারণের মধ্যে নিয়ে যেতে হবে, তেমনি মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করতে হবে। সুস্থ পরিবেশ রক্ষার্থে আন্দোলন গড়ে তুলতে হবে। কৃষকদের সমস্যা জানতে দাওয়া বৈঠক সংগঠিত করতে হবে। জেলা সম্পাদক ড.সুধাপদ বসু বলেন জেলায় যুক্তিবাদী মনন তৈরি করতে বিদ্যালয়ে বিদ্যালয়ে যুক্তিবাদী অনুষ্ঠান, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, শিশু বিজ্ঞান উৎসব, আকাশ পর্যবেক্ষণ প্রভৃতি কর্মসূচি সারা বছর জুড়ে নেওয়া হবে। দেশের সরকার মন্দির মসজিদ তৈরিতে ব্যস্ত,অথচ আমরা সবাই জানি দেশ বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত না হলে দেশের সার্বিক উন্নয়ন হবে না। সভায় উপস্থিত থেকে আলোচনা করেন রাজ্য কমিটির নেতৃত্ব অধ্যাপক তপন মিশ্র ও জেলার কার্যকরি সভাপতি ড.দিলীপ চক্রবর্তী। সংগঠনের গান পরিবেশন করেন নীলু মহাপাত্র। জাঠার যুক্তিবাদী কর্মীরা যুক্তিবাদী অনুষ্ঠান পরিবেশন করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা সুজাতা মাইতি।
সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান!