পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : শনিবার রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার বগছড়ি এলাকায়। একটি অল্ট্রো গাড়ির সাথে একটি ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে এর ফলে অল্ট্রো গাড়িতে থাকা ২৫ বছর বয়সী রাজেশ ভূঁইয়া ও ২৪ বছর বয়সী পার্থ ঘোষ নামে দুই জন যুবকের মৃত্যু হয়। মৃত ওই দুই যুবকের বাড়ি কেশপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায়। কেশপুর থানার পুলিশ মৃত দুই যুবকের দেহ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়া দুটি গাড়িকে পুলিশ আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। অপর ঘটনাটি ঘটে রবিবার সকাল সাড়ে নটার সময় কেশপুর থানার মুগবসান এলাকায়। একটি গাড়ি ধাক্কা মারলে গুরুতর আহত হয় সাইকেল আরোহী শেখ হামাদ আলী নামে এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটার সময় অপর ঘটনাটি ঘটে শালবনি ব্লকের গাইঘাটা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে। সাইকেল আরোহী প্রায় ৭৫ বছর বয়সী গোপাল মাহাতোকে একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। মৃত গোপাল মাহাতোর বাড়ি শালবনি ব্লকের বাঁকিবাঁধ এলাকায়। অপরদিকে রবিবার সকালে গড়বেতা তিন নম্বর ব্লকের আমশোল এলাকায় একটি প্রাইভেট গাড়ির সাথে ডাম্পারের সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে প্রাইভেট গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়। তাদের আশঙ্কা জনক অবস্থায় পুলিশ উদ্ধার করে চন্দ্রকোনা রোডের দ্বারিগেড়িয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করে। পুলিশ দুটি গাড়িকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পশ্চিম মেদিনীপুর জেলায় চারটি পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ও চারজন আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।