নিজস্ব সংবাদদাতা : ২ মে শুক্রবার মাধ্যমিক ২০২৫- এর ফলাফল প্রকাশ করেছে। এবার প্রথম দশের মেধাতালিকায় পশ্চিম মেদিনীপুরের তিনজন শিক্ষার্থী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অরিত্র সাঁতরা, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায়, বেলদা গঙ্গাধর একাডেমীর ছাত্র অঙ্কুশ জানা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায় ও ঘাটালের মনসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুলের ছাত্র অরিত্র সাঁতরা মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৮৮। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমীর ছাত্র, দাঁতন থানার বাইপাটনা এলাকার বাসিন্দা অঙ্কুশ জানা ৬৮৭ নম্বর মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে। ঘাটালের মনসুকা লক্ষীনারায়ণ হাইস্কুলের ছাত্র অরিত্র সাঁতরা। তার কথায়, ‘‘এক থেকে দশের মধ্যে থাকব,পরীক্ষা দিয়ে সেটা ভেবেছিলাম। ফল দেখে ভাল লাগছে।’’ ঘাটালের উত্তরে বন্যাপ্রবণ প্রান্তিক গ্রামের অরিত্র ছোট থেকেই পড়াশোনায় ভাল। স্কুলে বরাবরই প্রথম হত। পড়াশোনার পাশাপাশি সাম্প্রতিক নানা ঘটনা নিয়েও সে চিন্তা করে। ঘাটাল শহর থেকে চার কিলোমিটার দূরে মনসুকায় বাড়ি অরিত্রের। বাবা বিশ্বজিৎ সাঁতরা ওষুধ ব্যবসায়ী।
