Skip to content

ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনার পর, নড়েচড়ে বসল জেলা প্রশাসন!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে জেলাশাসকের উপস্থিতিতে হওয়া বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে হুলা টিমের সদস্যদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা, পরিধানে থাকবে বিশেষ পোষাক। এছাড়াও হাতি তাড়ানোর সময় স্থানীয় মানুষজন ভিড় করলে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। গত ১৫ আগস্ট ঝাড়গ্রামে হুলা বিদ্ধ হয়ে এক হাতির মৃত্যু হয়। অভিযোগের আঙুল ওঠে হুলা পার্টির সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়৷ ঐ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী। বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর, খড়গপুর ও রূপনারায়ণ বনবিভাগের ডিএফও, অন্যান্য বন আধিকারিক, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং হুলাপার্টির সদস্যরা।

এদিকে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "হাতির গতিপথ কোনওভাবেই আমরা নিয়ন্ত্রণ করতে পারব না ৷ কিন্তু এভাবে হাতি দেখা গেলে কয়েকহাজার মানুষ সেখানে ভিড় করেন। বনদফতরের কর্মীরা সেখানে থাকলেও তাঁদের কাজ করতে অসুবিধা হয়। তাই আগামী দিনে যদি এ ধরনের ঘটনায় সাধারণ মানুষকে ভিড় করতে দেখা যায়, সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ আমরা দেখছি, এই বিষয় নির্দিষ্ট বন দফতরের কোনও আইনে রয়েছে কি না ৷ যদি না-থাকে তাহলে, নতুন আইন তৈরির বিষয়েও ভাবনাচিন্তা করা হবে ৷

Latest