কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের ছুটির তালিকায় 14 ফেব্রুয়ারি শুক্রবার সবেবরাত ছিল ৷ কিন্তু, চাঁদ দেখার উপর নির্ভর করে একদিন এগিয়ে এসে সবেবরাত হচ্ছে 13 ফেব্রুয়ারি৷ আবার 14 ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ তাই সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী 13 ফেব্রুয়ারি সবেবরাত আর 14 ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন পরপর দু’দিন বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সরকারি দফতর গুলি থাকবে ছুটিতে ৷ তারই সাথে ছুটি এগিয়ে আসায় পিছলো বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের আলোচনাও৷