Skip to content

তিন দিন ব্যাপী “ইন্টার-হাউস বয়েজ ক্রিকেট টুর্নামেন্ট' অনুষ্ঠিত হল!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : তিন দিন ব্যাপী “ইন্টার-হাউস বয়েজ ক্রিকেট টুর্নামেন্ট' অনুষ্ঠিত হল ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়্যাল অ্যাকাডেমি'র ক্রীড়া প্রাঙ্গণে। জুনিয়র (অনুর্ধ ১৪) ও সিনিয়র (অনূর্ধ্ব ১৯) বিভাগে মোট ৬টি হাউস (নেতাজি হাউস, গান্ধী হাউস, রবীন্দ্র হাউস, অরবিন্দ হাউস, বিদ্যাসাগর হাউস, ক্ষুদিরাম হাউস) টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার। জুনিয়র বিভাগে ফাইনাল ম্যাচটি হয় গান্ধী হাউস বনাম অরবিন্দ হাউস-এর মধ্যে। চ্যাম্পিয়ন হয়েছে গান্ধী হাউস (ক্যাপ্টেন : স্নেহাশিস ঘোষ)। জুনিয়র বিভাগের 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' হয়েছে কৃশানু দাস। সিনিয়র বিভাগের ফাইন্যাল হয় বিদ্যাসাগর হাউস বনাম অরবিন্দ হাউস-এর মধ্যে। চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যাসাগর হাউস (ক্যাপ্টেন : সুরজ নাথ)। সিনিয়র বিভাগের 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' হয়েছে অদ্রিজ পাল। সমগ্র টুর্নামেন্ট পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শুভম কান্তি বাগ, শমিক সিংহ, স্বপন কুমার পড়া ও অনিমেষ দাস। বিদ্যালয়ের অধ্যক্ষ সত্যব্রত দোলই জানান, প্রতিবছর এই ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে ছাত্রদের মধ্যে খুব উৎসাহ দেখা যায়। আগামী ডিসেম্বর মাসে বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার-আপ হাউস দুটিকে পুরস্কৃত করা হবে বলে জানান অধ্যক্ষ।

Latest