Skip to content

দলীয় স্তরের শৃঙ্খলারক্ষার উদ্দেশে ‘ত্রিফলা’ কমিটি, গঠন করা হয়েছে মুখপাত্রদের ‘প্যানেল’!

নিজস্ব সংবাদদাতা : সোমবার আলোচনা হল তৃণমূলের কর্মসমিতির বৈঠক। মূলত, তৃণমূলের শীর্ষনেতৃত্ব থেকে শুরু করে সংসদ দের উপস্থিতিতে বিধানসভা ও দলীয় স্তরের শৃঙ্খলারক্ষার উদ্দেশে গঠন করা হয়েছে তিনটি কমিটির। এও জানানো হয় যে তিনটি পৃথক কমিটি থেকে তিনটি অভিযোগ চিঠি গেলে সংশ্লিষ্ট নেতাকে সাসপেন্ড করা হবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই তিন কমিটি থেকে কোনও শোকজ নোটিস দেওয়া হলে উত্তর দিতে হবে। তিনটি নোটিস গেলে সেই সদস্যকে সাসপেন্ড করা হবে"। সংসদের জন্য কমিটি গঠন করা হয়েছে। একটি  সংসদের কমিটিতে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক।দ্বিতীয়টি  বিধানসভার জন্য তৈরি করা কমিটিতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য।  তৃতীয়, আর একটি দলীয় স্তরের জন্য থাকা কমিটিতে আছেন সুব্রত বকসী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে একাধিক কমিটি এবং মুখপাত্রদের ‘প্যানেল’ যাদের নাম রয়েছে, কো-অর্ডিনেটর অরূপ বিশ্বাস, দিল্লি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ,ডেরেক ও ব্রায়েন,কাকলি ঘোষ দস্তিদার,সাগরিকা ঘোষ।

Latest